বিজয়ের দিনে ৪২ বিলিয়ন ডলার রিজার্ভ ছাড়াল

নজর২৪ ডেস্কঃ প্রথমবারের মতো রিজার্ভ ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে আরেকটি রেকর্ড গড়েছে। বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় পৌছেছে।

 

মঙ্গলবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৪২ দশমিক শুন্য ৯ বিলিয়ন ডলারে। এ পরিমাণ অর্থ দিয়ে ৯ মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবরে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে। ওই বছরের ১৫ ডিসেম্বর রিজার্ভ ছিল ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। চলতি বছরের ২৯ অক্টোবর তা প্রথমবারের মতো ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করে।

 

৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের আমদানি বাবদ ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তিন সপ্তাহের ব্যবধানে ২৭ নভেম্বর তা আবার ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

 

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ-এ ৯টি দেশ বর্তমানে আকুর সদস্য। এ দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।

 

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়।

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে আকুর নভেম্বর-ডিসেম্বরের বিল পরিশোধ করতে হবে। তার আগ পর্যন্ত রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের ওপরই অবস্থান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *