শাকিব খানের প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত অপু বিশ্বাস

দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে পথ চলছেন দেশের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। বিবাহিত জীবনে না হলেও ব্যবসায়িক জীবনে এ দুই তারকা এখন হাঁটছেন একই পথে।

গত ২০ জানুয়ারি নতুন পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। রিমার্ক নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা। জানা গেছে, প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তাঁর সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব যেদিন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন সেদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন অপু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ শাকিব অনেক বিচক্ষণ। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কম্পানি। সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কোম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।’

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিল শাকিব খান–অপু বিশ্বাস। হঠাৎ করেই ২০১৭ সালের জানুয়ারিতে ঢাকায় হঠাৎ প্রকাশ্যে আসেন এক টিভি অনুষ্ঠানে। তখনই জানান, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে, জয় তাঁদেরই সন্তান। সেসময় এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের আপত্তিতেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।

পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে জানিয়েছিলেন, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয়। তখন গুঞ্জন ছিল, শাকিবের অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া দেখে বিয়ে–সন্তানের খবর প্রকাশ করে দিয়েছিলেন অপু। এমন নানা আলোচনার মধ্যে নয় মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু–শাকিবের।

ছয় বছরের বেশি সময় আগে বিবাহ বিচ্ছেদ হলেও ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করেননি। বরং ছেলেকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। বিদেশে একসঙ্গে ঘোরাঘুরি ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের কাজ নিয়ে প্রচারও চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *