দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমার নায়ক শাকিব খান। শুধু ঢালিউড নয়, টলিউডের সিনেমায়ও দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। ঢাকা এবং পশ্চিমবঙ্গের নায়িকাদের পর এবার শাকিব খানের সঙ্গে দেখা যাবে মার্কিন নায়িকাকে।
দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’-এর শুটিং শুরু হবে পাবনায়।
আরও পড়ুন-
আমার জীবনে এখনো কেউ আসেনি, মানে কাউকে খুঁজে পাইনি: ইধিকা পাল
কেন ১০ তারিখ বেছে নেওয়া সেটাও জানিয়েছেন আরশাদ। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। তাই বাবার জন্মদিন উপলক্ষ্যেই ১০ তারিখে রাজকুমার সিনেমার শুটিং শুরু করতে চান প্রযোজক ছেলে।
আরশাদ আদনান বলেন, ‘১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’
প্রযোজকের কথার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন পরিচালক হিমেল আশরাফ। জানালেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এটি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।’
এই সিনেমাতেই শাকিবের সঙ্গে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। জানা গেছে, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কোর্টনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে “রাজকুমার” সিনেমার জন্য চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন-