বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: অভিনেত্রী স্বাগতা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বৌ না হলে তার নায়িকা হওয়া যায় না- এমনই মন্তব্য করেছেন ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে স্বাগতা এ কথা বলেন।।

স্বাগতা বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমা কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হবো না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।

স্বাগতা বলেন, শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না। আর বউ না হলে শাকিব খানের সঙ্গে জুটি বাধা যায় না বলেও মনে করেন স্বাগতা।

সিনেমার বাজেটের ৭০-৮০ ভাগ শাকিব খান নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, তার সুযোগ থাকলে নিবে না। এটা অবশ্যই সত্য।

এই প্রজন্মের বিনোদন মাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে স্বাগতা বলেন, মানুষ এখন টেলিভিশন দেখতো, এখন দেখে ফোন। পুরো ব্যাপারটা ট্রান্সফার হয়েছে। সময়টা অনেক ফাস্ট। এখন আমরা বাবার সঙ্গে বসে টি টোয়েন্টি ম্যাচ দেখি। ১৫ সেকেন্ডে দর্শককে আটকাতে না পারলে তারা স্ক্রল করে চলে যাবে। এই টেকনিকটা শিখতে টাইম লাগবে। আমরা যে ফিলোসফিতে বড় হয়েছি। আগে শচীন টেন্ডুলকার ক্রিজে সেট হতেই ১০ ওভার লাগিয়ে দিত। কিন্তু এখন তো খেলাই ২০ ওভারের। তাই আর ওই ১০ ওভার সেট হবার টাইম নেই।

সিনেমায় অভিনয় করবেন কি না এ নিয়েও দ্বিধা ছিল স্বাগতার। বললেন, আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করবো কি করবো না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কি হবো না দ্বিধায় ছিলাম।

বাংলাদেশের চলচ্চিত্র ভালোর দিকে আগাচ্ছে মন্তব্য করে এই অভিনেত্রী বলেন, একটা সময় ছিলা মাসে ৪ টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। আরো আসতে আসতে অনেক ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *