বাজারের সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে মানুষ: ওমর সানী

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। সেখানে প্রায়ই ব্যক্তিগত, পারিবারিক ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন তিনি। কখনো কখনো দেশের সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরেন এই নায়ক।

কয়েক মাস ধরে সোশ্যালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রায় সব শ্রেণি-পেশার মানুষের জীবন এখন নাজেহাল। এ জন্য অবশ্য হতাশ অনেকেই।

গত ১৭ সেপ্টেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না রাষ্ট্র।’

এবারও বাজারের সেই পরিস্থিতি নিয়ে কথা বললেন ওমর সানী। তবে এবার নিত্যপণ্যের ঊর্ধ্ব গতির সামনে মানুষকে মূল্যহীন হিসেবে উপস্থাপন করেছেন তিনি। মঙ্গলবার (৭ নভেম্বর) ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে মানুষ।’

ওমর সানীর এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত পোষণ করেছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে অভিনেতা রাসেল লিখেছেন, ‘অধিকাংশ খেটে খাওয়া পরিশ্রমী মানুষের কথা বলেছেন বড় ভাই।’ এছাড়াও অনেকে তাদের মতামত জানিয়েছেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *