সর্বশেষ সংবাদ

ডিপজলের আচরণ নিয়ে অবশেষে মুখ খুললেন ইধিকা পাল

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। ‘প্রিয়তমা’ খ্যাত অভিনেত্রী ইধিকা পাল অশ্লীল পোশাক পরেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। ডিপজলের মন অশ্লীল বলে মন্তব্য করলেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ডিপজলকে নিয়ে ইধিকাকে বলতে শোনা যায়, ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড় মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।’

এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে ইধিকা বলেন, ‘আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিক মাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তার উদ্দেশে করা। আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে নায়িকার তকমা পেয়েছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। প্রিয়তমা রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে ঢাকায় ইধিকার কদর বেশ বেড়েছে। আর এই সুযোগটা ছাড়ছেন না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও।

এর আগে ঢাকায় বেশ কবার এসেছেন, এসেছেন কফিশপ চালুর অনুষ্ঠানে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফের ঢাকায় এসেছেন ইধিকা। ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে, ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি।

আরও পড়ুন

এমপি হতে পদত্যাগ করেছেন ৩৯ উপজেলা চেয়ারম্যান

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৯ উপজেলা ও তিন জেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এছাড়া একজন জেলা পরিষদ সদস্যও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদের...

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

সেরা পঠিত