শাকিব থাকতে নতুন লাইফ পার্টনার লাগবে কেন: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এ নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।

এর পরেই চিড় ধরে শাকিব ও অপুর সংসারে। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এ তারকা দম্পতি। সে সময় থেকেই ছেলে আব্রাম খান জয় থাকে মায়ের সাথেই।

এদিকে বিচ্ছেদের পর বিগত পাঁচ বছর ধরে ছেলে জয় ও কাজ নিয়েই ব্যস্ত আছেন অপু বিশ্বাস। তবে ভবিষ্যতে তিনি আবারও বিয়ে করবেন কি না—এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে নায়িকার ভক্তদের মনে। এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন অপু। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে নতুন কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। কারণ শাকিব তো আছেই।

তার মানে কী, এখনও শাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেন, জীবন তো এভাবে একা চলবে না। কখনো তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’

এসময় সঞ্চালক এই নায়িকাকে থামিয়ে জিজ্ঞেস করেন, জয়ের জন্য লাগবে না। কিন্তু অপুর জন্য? এর জবাবেও একই উত্তর দেন শাকিবের প্রাক্তন স্ত্রী। অপু বলেন, ‘আমার ক্ষেত্রেও তাই। লাল শাড়ি সিনেমা যখন করেছি, তখন শাকিবের কাছ থেকে সাহায্য পেয়েছি। শুটিং স্পটেও সাহায্য পেয়েছি। তারপরও কেন?

অতীত বলে কিছু খুঁজে পান না জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি তো অতীত কিছু খুঁজে পাই না। আমার কাছে সবই নরমাল। আমার বন্ধুরা আছে, আপনারা আছেন। এসব কিছুর পরেও নতুন কাউকে লাগবে কেন?’

অপু বিশ্বাসের কথায় স্পষ্ট, বিচ্ছেদ বা বর্তমান সম্পর্ক যাই হোক না কেন—নিজের জীবনে এখনও জয়ের বাবাকে প্রাধান্য দেন তিনি। যার কারণে জীবনসঙ্গী হিসেবেও নতুন কারো কথা চিন্তা করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *