মধ্যরাতে নিজ বাসা থেকে বিএনপি নেতা এ্যানিকে গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপির প্রচার সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানায় আনা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এ্যানি বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। তাকে থানায় যেতে বলছে পুলিশ।

সবশেষ রাত পৌনে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বর্তমানে ধানমন্ডি থানায় নেয়া হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির অভিযোগ, তিনি সব মামলায় আদালত থেকে জামিনে আছেন। তারপরও গভীর রাতে পুলিশ জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে তাকে আটক করে।

বুধবার সকালে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল বলেন, “উনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।”

এদিকে এ্যানি সব মামলায় জামিনে থাকার পরও তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *