সর্বশেষ সংবাদ

বাংলাদেশের জয়ের পর যা বললেন তামিম ইকবাল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দাপুটে জয়ে শুভসূচনা পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। ভারত বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত শুরু পাওয়ায় টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররা।

আফগানিস্তানকে হারানোর পর জয়ের প্রধান দুই সারথী সাকিব ও মিরাজকে প্রশংসা করে পোস্ট করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেস ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডের জায়গা না পাওয়া ওপেনার তামিম ইকবালও অভিনন্দন জানিয়েছেন ফেসবুকে।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

পরে যদিও এক ভিডিও বার্তায় তামিম জানান, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায় দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নিজেই। এরপর সাকিব এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেন। এ নিয়ে অনেক জলঘোলা হয় বিশ্বকাপের আগে। পক্ষে-বিপক্ষে অনেক তর্ক-বিতর্ক হয়।

তবে সব বিতর্ক পেছনে ফেলে আজ বিশ্বকাপে দারুণ শুরু করেছে টাইগাররা। আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। সেমিফােইনালের স্বপ্ন নিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য এই জয় বেশ গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন

চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায়...

এবার আর্জেন্টিনার যুবাদের কাছেও পাত্তা পেল না ব্রাজিল

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেটা বয়সভিত্তিক পর্যায় হোক কিংবা মূল জাতীয় দল। চলতি সপ্তাহে দ্বিতীয়বার মতো সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল লাতিনের দুই...

সেরা পঠিত