সর্বশেষ সংবাদ

সুগার ড্যাডি নেই, যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে: অধরা খান

দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। মাসখানেক ধরে বিদেশের বিভিন্ন স্থানে ছবি পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বল্পবসনে আবেদনময়ী ওসব ছবিতে বেশিরভাগ সময় একাই দেখা যাচ্ছে অধরাকে। কখনো ঘুরছেন, কখনো খাচ্ছেন রেস্তোরাঁয়।

গত মাসে বেশ কিছুদিন দুবাইয়ে সময় কাটিয়ে অধরা উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েক দিন ধরে আছেন তিনি। এখানেই শেষ নয়, শিগগির যুক্তরাষ্ট্র থেকে কানাডায় যাবেন এ নায়িকা।

অধরার বিদেশ ঘোরাঘুরি বেশ চোখে লেগেছে ভক্তদের। তাদের মনে জেগেছে নানান প্রশ্ন। এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ হয় নায়িকার। জানতে চাওয়া হয় তার এতদিন বিদেশ থাকার কারণ। সেখানে তার খরচ মেটাচ্ছেন কে? কার কাছে উঠেছেন? নাকি কোনো সুগার ড্যাডির আশ্রয়ে লালিত হচ্ছেন অধরা?

এসব প্রশ্নের উত্তরে অধরা বলেন, ‘সুগার ড্যাডি নেই। আমার বিদেশ ঘোরার কারণ অনেককেই বলেছি; কিন্তু মানুষ শুধু শিরোনাম পড়ে, সংবাদের ভেতরে পড়ে না! আমার বড় বোন থাকেন দুবাই। তাই সেখানে গিয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে এখান থেকে যাব কানাডা। সেখানে আমার ছোট বোন আছে। সে এ বছরের জুনে উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছে।’

এ বছরে কী কাজ করলেন অধরা? সামনে আর কীইবা করবেন? নাকি বিদেশেই কাটবে পুরো বছর? জবাবে বললেন, “২০২৩ সালের জানুয়ারি মাসে ‘দখিন দুয়ার’ শুটিং দিয়ে কাজ শুরু করি। এরপর কাজ করেছি মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমার। তারপর কাজ করলাম অপূর্ব রানা পরিচালিত ‘দি রাইটার’ ছবিতে। এই মুভিগুলো নিয়ে এ বছরের ব্যস্ততা বলা যায়। দখিন দুয়ার ও দি রাইটার হয়তো দ্রুতই রিলিজ হবে। এ বছর এগুলোর শুটিং নিয়েই ব্যস্ততা গিয়েছে। এখন এগুলো ডাবিংয়ের অপেক্ষায় আছে। অল্প কিছু শুটিং বাকি আছে দি রাইটার সিনেমার। নতুন কাজের কথাবার্তা হচ্ছে, দেখি কী হয়।”

আরও পড়ুন

ভক্তদের মনের আশা মেটাবেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি । বিশ্রাম নিচ্ছেন। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরসহ নানা বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা...

বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা, শুটিং শুরু পাবনায়

ঢাকাই সুপাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। কয়েক দিন পরই শুরু হবে হিমেল...

সেরা পঠিত