খেলায় ছেলেদের দুর্বলতা আছে: শিরিন শিলা

বিনোদন জগতের তারকাদের নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, সিসিএল। বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাতে শুরু হচ্ছে তারকাদের এমন ক্রিকেট উৎসব।

জানা গেছে, প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট। এ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট। অনুষ্ঠানে ৮ দলের দল অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে হাজির হয়ে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড, ক্রিকেট খেলব। সবসময় খেলোয়ারদের খেলতে দেখলেও এবার আমরা সেলিব্রেটিরা খেলব, বিষয়টা আমার জন্যও খুব এক্সাইটিং।’

এসময় এই নায়িকা আরও বলেন, খেলাধুলা নিয়ে প্রত্যেক মানুষেরই আদালা একটা দুর্বলতা কাজ করে। বিশেষ করে ছেলেদের, আমরা মেয়েরা একটু ক্রিকেট খেলা কম দেখি বা কম বুঝি। তারপরও আমরা ক্রিকেট খেলা বেশি ইনজয় করি।

তিনি বলেন, ‘আমি সাকিব আল হাসানকে ফলো করেই খেলবো। তবে বাম হাতে বল করে নয়, ডান হাতেই বল করবো।’

এর আগে কখনো ক্রিকেট খেলেছেন কি না এমন প্রশ্নে শিলা বলেন, ‘ছোটবেলায় অনেক কিছুই খেলেছি। তবে ক্রিকেট নয়। ক্রিকেট খেলা হয়েছে কেবল পর্দায় কিংবা কাজের জন্য। বাস্তবে এই প্রথম খেলবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *