রিকশাচালক ভক্তের সঙ্গে ছবি দিয়ে যা বললেন অভিনেত্রী অহনা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পর্দায় সবাইকে আনন্দ-বিনোদন দিলেও ব্যক্তি জীবনে দারুণ মানুষ তিনি। পর্দার বাইরেও সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন। একই সঙ্গে আশপাশের মানুষদেরও ভালো রাখার চেষ্টা করেন এ তারকা।

এ অভিনেত্রী শুটিং সেটে সবার সঙ্গেই মেশেন। হাসি-মুখে সবার সঙ্গে কথা বলেন। ইউনিট বয় থেকে সবাইকে সম্মান দেন। কিন্তু এর বাইরে পথে-ঘাটে চলতে ফিরতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দারুণভাবে কথা বলেন তিনি। তবে এবার এক ভক্তকে নিয়ে নতুন অভিজ্ঞতা হলো অহনার।

শোবিজের এ তারকা সেই অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন সবার সঙ্গে। সোমবার (২১ আগস্ট) সকাল ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন অহনা। সেখানে একজন রিকশাচালক ভক্তের সঙ্গে দেখা যায় তাকে। রিকশায় বসে হাসিমুখে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন লাস্যময়ী এ সুন্দরী অভিনেত্রী।

অহনা ক্যাপশনে লিখেছেন, ‘দিনটি ছিল শুক্রবার। এই ভাইটা আমাকে বলল আপু, আমি আপনার একজন ভক্ত। প্লিজ আমার রিকশায় একটু ওঠেন, আপনি উঠলে আমার ভালো লাগবে।’

তিনি লেখেন, ‘আমি বললাম, ভাই একটু সময় লাগবে। কারণ আমার একটু কাজ আছে। উনি বললেন আচ্ছা, আমি অপেক্ষা করতেছি, আপনি আসেন। ওমা, এসে দেখি উনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করছে। এটাইতো ভালোবাসা, এটাইতো অর্জন। এরপর বলল আপু, একটা ছবি তুলে আপনি প্লিজ আপলোড দেন। আমি বললাম আচ্ছা।’

অহনার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে নানা উষ্ণ মন্তব্যসহ বিভিন্ন রিঅ্যাকশনে ভাসিয়ে দিচ্ছেন এ তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *