ঈদে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনো চলছে বেশ দাপটের সঙ্গে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছে দর্শক।
অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে। তবে ছবিটির পরিচালক হিমেল আশরাফ জানান, এই মাসের শেষদিকে এটি ওটিটিতে দেখা যাবে।
জানা গেছে, ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি দেয়া হবে ‘প্রিয়তমা’। এরই মধ্য প্রতিষ্ঠানটি প্রচারণাও শুরু করেছে। বায়স্কোপের অফিশিয়াল ফেসবুক পেজে প্রিয়তমার পোস্টারের একটি আর্টওয়ার্ক পোস্ট করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘আবারো ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা!’
ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির সপ্তম সপ্তাহে এসেও সিনেমাটি আলোচিত। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল।
এদিকে সপ্তম সপ্তাহে এসেও দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে টানা ছয় সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে। এর আগে দেশটিতে একটানা এতদিন বাংলাদেশের কোনও সিনেমা চলেনি।
দেশ-বিদেশে দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে শাকিব খান বলেছেন, ‘এবার তোমাদের প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা চোখের জলে রূপ নিয়েছে। ধন্যবাদ সবাইকে।’
‘প্রিয়তমা’য় শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মীসহ অনেকে।