সর্বশেষ সংবাদ

জন্মদিনের তিনদিন আগে ছেলের নাম বদলে ফেললেন পরীমণি!

আর মাত্র কয়েক দিন পরই এক বছরে পা রাখতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আগামী ১০ আগস্ট নিজের প্রথম জন্মদিন পালন করবেন তারকাপুত্র।

দিনটিকে ঘিরে পরীমণির উচ্ছ্বাস-আগ্রহের শেষ নেই। নানা পরিকল্পনা ও বাস্তবায়ন ঈতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। এবার জানা গেল, এবার ছেলের নাম পরিবর্তন করেছেন পরীমণি। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

সোমবার (০৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নতুন নাম প্রকাশ করেন পরীমণি। এসময় নামের পাশে ভালোবাসার চিহ্ন একে দেন নায়িকা।

এদিন দুপুরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে পরীমণির ছেলেকে কোলে বসানো অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে আজিজ লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাল্লাহ্।’

সেই পোস্ট নজর এড়ায়নি নায়িকা পরীমণির। মন্তব্যের ঘরে পরী লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার চিহ্ন। এরপর থেকেই নতুন নামে ভালোবাসার রিয়েক্ট দিচ্ছেন সাংবাদিক থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

বিনোদন সাংবাদিক নাজমুল আহসান তালুকদার লেখেছেন, মায়ের দেওয়া নাম পদ্ম। ভালোবাসার চিহ্ন প্রকাশ করে রাহাত সাইফুল লেখেছেন, শাহীম মুহাম্মদ পদ্ম।

যদিও নাম পরিবর্তনের কারণ উল্লেখ করেননি তিনি, তারপরও নেটিজেনদের বুঝতে বাকি নেই জন্মদিনের কদিন আগে কেন নাম পরিবর্তন করেছেন পরীমণি।

অনেকে ধারণা করছেন, শরিফুল রাজ-পরীমণির সংসারে টানাপোড়েন চলায় কিছুদিন ধরে যেহেতু এক ছাদের নিচে থাকছেন না তারা। তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান নায়িকা। ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য নাম বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী।

যদিও পরী তার সন্তানকে আগে থেকেই ভালোবেসে পদ্মফুল বলে ডাকতেন। তবে আজ স্পষ্ট যে, ছেলের নাম আর শাহীম মুহাম্মদ রাজ্য থাকছে না। নিজের দেওয়া নামেই ছেলেকে বড় করতে চান তিনি।

এর আগে সম্প্রতি পরীমণি ছেলেকে নিয়ে ফেসবুকে লেখেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি তোমার আম্মা, আমিই তোমার আব্বা।

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

আরও পড়ুন

নৌকার মনোনয়ন নিয়ে মাগুরায় সাকিব, ফুল দিয়ে বরণ করলো জনতা

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন রাজনৈতিক ব্যাক্তি। ক্রিকেটের পাশাপাশি এখন থেকে তিনি রাজনীতিও করবেন। বাংলাদেশের আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন (মাগুরা...

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

সেরা পঠিত