বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে না বলা অনেক কথা লিখলেন পলাশ

দিন কয়েক আগে বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সেই আনন্দের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে চলে এলো বিবাহবার্ষিকী। গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন এই অভিনেতা। তবে খবর প্রকাশ করেছিলেন ডিসেম্বরে।

শনিবার (৫ আগস্ট) বিবাহবার্ষিকীতে একসঙ্গে নিজের সব আবেগ প্রকাশ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশ লেখেন, ‘দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। গত বছরের এই দিনে আমরা এক হয়েছি সারাটা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা একসঙ্গেই আছি, সঙ্গে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এখনো মনে হয় আমি যেনো ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি।’

স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘‘কী নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছালো সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি। আমি সত্যিই গর্বিত তোমার মত একজন সৎ মনের মানুষকে আমার জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি। আমার আর আমাদের ছেলের পক্ষ থেকে ভালোবাসা রইলো প্রিয় ‘নাফু’। ০৫.০৮.২০২২ এই দিনটি সারাজীবন এর জন্য স্পেশাল হয়ে থাকবে আমার কাছে। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’’

বলা দরকার, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে তারা বিয়ে করেছেন।

প্রসঙ্গত, পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় রয়েছে শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *