অনেক দিন হয় পর্দায় দেখা যায় না ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীকে। তবে বাংলা চলচ্চিত্রের পাশে রয়েছেন তিনি। তাইতো এবার সিনেমা দেখার জন্য বোরকা পরে হাজির হলেন প্রেক্ষাগৃহে।
চিত্রনায়িকার স্বামী অভিনেতা ওমর সানী জানিয়েছেন বিষয়টি। শুক্রবার (২৮ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করেন এ নায়ক।
সেখানে একটি ছবিতে মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসানকে দেখা গেছে। এছাড়া অন্য একটি ছবিতে অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা, মেহের আফরোজ শাওন ও মৌসুমীকে দেখা গেছে।
ওমর সানী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কয়েকদিন আগেই আমার পরিবার “সুড়ঙ্গ” দেখেছে। তারপর গতকালই দেখলেন “প্রিয়তমা”। ব্যস্ততার কারণে আমি মিস করেছি। কিন্তু দেখব।’
এদিকে প্রিয়তমা সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী ঈশিতা। তিনি সোশ্যালে লিখেছেন, ‘সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। “প্রিয়তমা”র জন্য শুভকামনা। অভিনন্দন হিমেল আশরাফ ভাই। আপনার নতুন প্রোজেক্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’