যুক্তরাষ্ট্রে গিয়েও শাকিব খানের গুণগান গাইলেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। নিউ ইয়র্কের রাস্তায় সন্তানসহ ঘুরে বেড়িয়েছেন, যোগ দিয়েছেন ঘরোয়া অনুষ্ঠানেও।

দেশের মতো যুক্তরাষ্ট্রে গিয়েও শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন অপু। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। এ সময় স্বভাব সুলভভাবে শাকিবের গুণগান করেছেন তিনি।

অপু বলেন, ‘২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা কাজ করেছি। মাঝে কয়েক বছর সন্তানের মা হওয়ায় ফিটনেস ঠিক ছিল না। তাই দূরে ছিলাম। কিন্তু এবার ঈদে আমাদের দেশে সিনেমাগুলো দেখতে সোনালী অতীতের মতো দর্শক হলে ফিরেছে। যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোনো না কোনোভাবে বিতর্ক সৃষ্টি করে শাকিব খানের নাম নিচ্ছে। মানুষ যেমন মিডিয়াতে যায়, আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্য শাকিবের নাম নেওয়াই যথেষ্ট।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে তো বাংলাদেশের অনেক তারকাই থাকছেন। কিন্তু শাকিব খান আমেরিকা ঘুরতে এলেও দেশে বলাবলি শুরু হয়, এই বুঝি শাকিব খান চলে গেল! তার মানে শাকিব আলোচিত বলেই তাকে নিয়ে কথা হয়।’

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব। তার কিছুদিন পর নিজস্ব কাজে দেশটিতে যান অপু। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *