দেশের শোবিজ অঙ্গনে দুজনেই নামকরা, তবে একজন ক্যামেরার সামনে, আরেকজন ক্যামেরার পেছনে। ক্যামেরার সামনে ও পেছনের যে চিরন্তন মেলবন্ধন, সেটাই বাস্তব জীবনে ঘটেছে তিশা-ফারুকীর। দাম্পত্য জীবনের ১৩ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী-পরিচালক জুটি।
এর আগে বিয়ের এক যুগে এসে গত বছর জানুয়ারিতে তাদের কোল আলো করে এসেছে একটি কন্যা সন্তান। তার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। জন্মের পর থেকে সন্তানকে একান্ত নিজেদের মতো করে বড় করছেন তিশা-ফারুকী দম্পতি।
এদিকে বিশেষ এই দিনটি উপলক্ষে বৈবাহিক জীবনের সুন্দর মুহূর্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ফারুকী। শনিবার (১৫ জুলাই) রাতে নিজের ফেসবুক ওয়ালে চারটি ছবি পোস্ট করেছেন ফারুকী। সেখানে ক্যাপশনে তিশাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
ফারুকীর স্ট্যাটাসটি নজর২৪ এর পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো-
‘জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোষাক পরছিলাম সেটা পরেই তেরো বছর পূর্তি উপলক্ষ্যে একটা ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোষাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।
তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো এর মালিকের বাড়ীতেই নিখোঁজ সংবাদ শুটিং হইছিলো। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।
তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিলো অসাধারন। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়!!
আরো কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’
উল্লেখ্য, ২০০৫ সালে একটি শুটিংয়ে তিশাকে মনের কথা জানিয়েছিলেন ফারুকী। তিশাও দিয়েছিলেন সবুজ সংকেত। এরপর পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। বিয়ের ১১ বছর পর চলতি বছরের ৫ জানুয়ারি কন্যা সন্তান জন্ম দেন তিশা। নিজেদের বিয়ের একযুগ পূর্তিতে সন্তানের ছবি সামনে আনেন তারা।