সর্বশেষ সংবাদ

শরীরটা খারাপ, কিছু ভালো লাগছে না: মিম

জ্বর হয়েছে, সঙ্গে মনটাও খারাপ বিদ্যা সিনহা মিমের। গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত এই অভিনেত্রী। বুধবার বিকেলে এমনটাই জানালেন পরান অভিনেত্রী। এদিকে অসুস্থ থাকার কারণে কোরবানিও দিচ্ছেন না তিনি। প্রতিবার নিজের বাসার কাজের মানুষদের জন্য কোরবানি দেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মাসখানেক আগেই প্রযোজক ও পরিচালকের কাছ থেকে জানানো হয়, কোরবানির ঈদে মুক্তি পাবে মিম অভিনীত ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তির খবর প্রকাশের পর থেকেই প্রচারণার জন্য ছোটাছুটি করেছেন মিমসহ এই ছবির অন্য সব অভিনয়শিল্পীও।

তবে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালক ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার ব্যাপারে তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে মন খারাপ কি না, এমন প্রশ্নের জবাবে মিম বললেন, ‘না, এ জন্য আমার মোটেও মন খারাপ না। তবে শরীরটা খারাপ এ জন্য কিছু ভালো লাগছে না। আর এবার অসুস্থ থাকাও কোরবানিও দেওয়া হচ্ছে না।’

কিছুদিন আগেও জানা গেছে, বড় পর্দার পাশাপাশি এবারের ঈদে ওটিটিতেও দেখা দেবেন মিম।

প্রেক্ষাগৃহে তিনি ‘অন্তর্জাল’ আর ওটিটিতে ‘মিশন হান্টডাউন’ নিয়ে ভক্ত ও দর্শকদের কাছাকাছি থাকবেন। দুটি কাজ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে প্রচারও চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রযোজক ও পরিচালক।

এদিকে নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ কিংবা ২১ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে। অভিনয়শিল্পী মিমের কাছ থেকে জানা গেছে, ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের পরপরই শুটিং করার কথা আছে।

গত কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত ‘পরান’। এই ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রে বেশ আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। নতুন কোনো চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে...

ভক্তদের মনের আশা মেটাবেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি । বিশ্রাম নিচ্ছেন। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরসহ নানা বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা...

সেরা পঠিত