অতীত সব সময় সামনে আসবেই। যদি দুইজন একই মাধ্যমে কাজ করেন তাহলে তো প্রায় মুখোমুখি হতে হয় পরিস্থিতির কারণে। বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও তার সাবেক স্ত্রী অভিনেত্রী শবনম বুবলীর ক্ষেত্রে ঠিক একই অবস্থা। তারা একে অপরের বিষয়ে নাক না গলালেও পরিস্থিতি তাদের প্রায মুখোমুখি করছে। কথা না বলে থাকতে পারছেন না। কিছুদিন আগে শাকিব খান বুবলিকে নিয়ে নানা মন্তব্য করেন এবার সেই মন্তব্যের জবাব দিয়েছেন চিত্র নায়িকা বুবলি।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগ করেছিলেন। সম্প্রতি আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা বুবলী।
এবার আরও একবার অঝোরে কাঁদলেন চিত্রনায়িকা। তার কান্না স্পর্শ করে গেল নেটিজেনদেরও। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও যাবতীয় বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় ফেলে আসা দিনগুলোর স্মৃতি মনে করে একাধিকবার অঝোরে কাঁদেন এই অভিনেত্রী। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। এই সাক্ষাৎকারে বুবলী নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমার যদি লক্ষ্যই থাকত একজন সুপারস্টারকে বিয়ে করব তাহলে ছোটবেলা থেকেই তো এই সেক্টরে বিচরণ থাকত। ছোটবেলা থেকেই নাটক-সিনেমা করতাম। এ রকমটা আমার কখনোই ছিল না। নিউজ থেকে আমি ফিল্মে এসেছি। সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিল না। একটা মেয়ে দেখতে-শুনতে ভালো হলে, ফ্যামিলি সচ্ছল হলে তার কাছে হাজারো বিয়ের প্রস্তাব আসে। শাকিব খানকে বিয়ের বিষয়ে তার স্টারডমটা আমি নেব, এমন কোনো প্রশ্নই আসে না।’
বুবলী মহামারির সময়ের কথা উলেখ করেও কেঁদে ফেলেন। চোখে জল টলমলে অবস্থায় বলেন, ‘মহামারিতে যখন বিশ্ব টালমাটাল অবস্থা, তখন আমি তাঁকে রিচ করতে পারছিলাম না। সে আমার পৃথিবী, সে যা বলছে, যা করছে সব কিছু আমি বিশ্বাস করছি। কারণ আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার জন্য বড় ভুল ছিল।’
বুবলী বলেন, ‘ঢাকায় আমি ছবির শুটিং করেছি প্রেগন্যান্ট অবস্থায়। অনেক নিউজ হয়েছে সে সময়। ওপেন সিক্রেট ছিল না। কিন্তু অনেকেই জানত। এরপর আমি আমেরিকায় চলে যাই। সে সময় আমি একা হয়ে গিয়েছিলাম। প্রেগন্যান্ট অবস্থায় একাই বাজার করতাম। একাই সব কাজ করতাম। ওই অবস্থায় তিন তলায় উঠতাম। আসলে আমেরিকায় সবাই একা একাই সব কাজ করে। কিন্তু ওই অবস্থায় আমি শুধু মানসিক সাপোর্ট চেয়েছিলাম। শাকিব খান বাংলাদেশে নানা বিষয়েই ইনভলভড ছিল। আমি দেখতে পাচ্ছিলাম। তবে আমি অনেকের কাছেই গ্রেটফুল, যারা আমার পাশে ছিলেন।’