অপু-শাকিব মিলে গেলে ‘মোস্ট ওয়েলকাম’: বুবলী

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসারে থাকাকালীনই শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলী। গুঞ্জন আছে, বুবলীর মায়াজালে জড়িয়েই অপুকে দূরে সরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি কিং খান। কিন্তু থাকতে পারেননি বুবলীও।

এই নায়িকার সঙ্গেও সংসার টিকে নেই বলে একাধিক বার জানিয়েছেন শাকিব খান। পাশাপাশি তার বিষোদগারও করেছেন। এসবের মাঝেই সম্প্রতি শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনকে।

সবশেষ আসন্ন ঈদে মুক্তি পেতে চলা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু। ‘প্রিয়তমা’র প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে শাকিবকে শুভকামনাও জানিয়েছেন।

শাকিবকে নিয়ে অপু বলেছেন, “সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে, এরকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি।”

এসব কিছুর পর আবারো শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে। অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারো একসঙ্গে থাকা শুরু করবেন।

শাকিব-অপু যদি ফের একসঙ্গে মিলে যান তাহলে তাদেরকে ‘মোস্ট ওয়েলকাম’ জানিয়েছেন বুবলী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব-অপুর এক হওয়া প্রসঙ্গে এই কথা জানান তিনি।

বুবলী বলেন, ‘যদি তারা আবারো একসঙ্গে হন, তাহলে ‘মোস্ট ওয়েলকাম’। সেটা নিয়ে কেনো কোনো গোপনীয়তা? তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন, যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই না, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।’

বুবলী জানান, সংসারটা টিকিয়ে রাখার সকল চেষ্টাই করেছিলেন। শাকিব যেই মন্তব্যই করুক না কেন, তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *