৮০ বছরের ছবি দিয়ে ভক্তদের ‘চোখ কপালে’ তুলে দিলেন শাকিব খান

‘আছি তোমারই অপেক্ষায়. . .’-এমন ক্যাপশন দিয়ে নিজের ফেসবুক পেজে নতুন একটি পোষ্ট শেয়ার করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সঙ্গে জুড়ে দিলেন ‘প্রিয়তমা’ সিনেমার নতুন পোস্টার।

পোস্টারে দেখা যায়, বৃদ্ধ ব্যক্তিকে যিনি সাদা পাঞ্জাবি ও পাজামা পরে বিমর্ষ হয়ে বসে আছেন। চুলের সঙ্গে পাক ধরেছে দাঁড়িতেও। ছবি দেখে চেনার উপায় নেই যে, এটা শাকিব খান!

এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি শাকিবকে। তার এই লুকে অনেকের চক্ষুই চড়কগাছ, অন্তত মন্তব্য বাক্স দেখে অনুমান করা যায় এটাই।

কেউ মন্তব্য করেছেন, ‘অসাধারণ’ লিখে আবার কেউ লিখেছেন ‘ওএমজি! হোয়াট অ্যা সারপ্রাইজ!’

এই সিনেমায় শাকিব খানের আরও কয়েকটি লুক এরইমধ্যে দেখেছেন শাকিব ভক্তরা। কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সবমিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *