সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও পাম তেলের দাম লিটারে দুই টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকের পর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।
তবে কবে থেকে এই দাম কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর দিনক্ষণ জানাবে।
বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, প্রতি লিটার সয়াবিনের দাম কমছে ১০ টাকা আর পামওয়েলের দাম কমছে ২ টাকা। এর ফলে খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে প্রতি ১৬৭ টাকা, আর বোতলজাতের দাম হবে লিটার প্রতি ১৮৯ টাকা। এছাড়াও পামওয়েলের দাম এখন হবে লিটার প্রতি ১৬৫ টাকা।
ঈদের আগে তেলের দাম আরও কমানোর চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাণিজ্য সচিব জানান, নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম কমেছে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করেই পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার টন পেঁয়াজ।
চীন থেকে আদা আসা বন্ধ হওয়া বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন মিয়ানমার থেকে আদা আনা হবে, চেষ্টা করা হচ্ছে চাহিদা অনুপাতে নিয়ে আসার।’ মিয়ানমার থেকে আনার পর আদার দামও ঈদের আগে কমে আসবে বলে জানান বাণিজ্য সচিব।