পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকায় আজকের বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তাঁদের কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন।
জামায়াত এখন ১০ জুন (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দলের আমির ডা: শফিকুর রহমানসহ নেতাদের মুক্তির দাবিতে আজ বেলা ৩টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ পালনের কথা ছিল।
সমাবেশের অনুমতির জন্য রবিবার বিকাল ৪টার দিকে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট সাইফুর রহমান ডিএমপি কার্যালয়ে কমিশনারের সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু ডিএমপির পক্ষ থেকে জামায়াতের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি মেলেনি। আর সমাবেশের অনুমতিও পায়নি দলটি। অনুমতি না পেয়ে আজকের কর্মসূচি স্থগিত করল দলটি।
এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ১০ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।’
পুলিশের অনুমতি পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা পাব। পুলিশ প্রশাসন যেন গণতন্ত্রবিরোধী, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাঁড় না করায় আমরা সেই আহ্বান জানাচ্ছি।’