ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের যত ব্যস্ততা ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘প্রিয়তমা’ নিয়ে। এরইমধ্যে ছবিটির সিংহভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
এবার শাকিবের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ব্যক্ত করলেন ছবিটির নায়িকা ইধিকা পাল। এক সাক্ষাৎকারে জানালেন, শাকিব খুব বিনয়ী।
শাকিব প্রসঙ্গে ইধিকা বলেন, ‘শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’
ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, ‘প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। তিনি কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘শাকিবের সঙ্গে নতুন পরিবেশে কাজ করব- এটা ভেবে শুরুতে নার্ভাস ও মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেককেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি।’
জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।
‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। ছবির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।