তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণিকে নিয়ে গেল দু’দিন ধরে চলছে নানা আলোচনা। রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বেরিয়ে আসছে অজানা নানা কথা।
আর পরীও জানান, গেল ১১ দিন ধরে বাসায় ফিরছেন না রাজ। এমনকি পরী ও তাদের একমাত্র ছেলে রাজ্যকেও (শাহীম মুহাম্মদ রাজ্য) দেখতে আসছেন না তিনি।
পরী জানান, কিছুদিন আগেই রাজ বাসা থেকে তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন। এমনকি তার ব্রাশটিও সঙ্গে নিয়ে গেছেন। সেই থেকেই তার সঙ্গে রাজের যোগাযোগ বিচ্ছিন্ন।
ছবি ও ভিডিও ফাঁসের সঙ্গে সুনেরাহ জড়িত বলে সন্দেহ করছেন পরীমণি। তিনি বলেন, ‘ওদের ভিডিও, ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এগুলো নিয়ে আমি কী কথা বলব? এখন তো আমার মনে হচ্ছে, সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে (সুনেরাহ)। নইলে হুট করে তোমার মনে হইলো সেই ভোররাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোররাতেই ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও-ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরিভাবে।’
পুরো ঘটনাকে রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার ষড়যন্ত্র বলেই মনে করছেন পরীমণি। তিনি বলেন, ‘একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙার জন্য। কেউ যদি এ রকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে যদি আমার সংসারে এদিক-ওদিক হইছে, তাইলে সবাই দায়ী থাকবে এর জন্য।’