বেশি বাড়াবাড়ি করলে সব খুলে বলতে বাধ্য হবো: শাকিব খান

‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না বলে এক সাক্ষাৎকারে জানান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

তিনি আরও বলেন, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’

শাকিব খানের এমন বক্তব্যের পর বুধবার (১০ মে) বেলা ১১টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ভেরিফাইড পেজ থেকে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা বুবলী। এতে তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়নি। সন্তান বীরের দিকে তাকিয়ে শাকিব খানকে নিয়ে কিছু বলতে চান না তবে ছেলের সম্মানের জন্য মা হয়ে কথা বলতে হলে তিনি বলবেন।

তার এমন স্ট্যাটাসের প্রেক্ষিতে বুবলীকে উদ্দেশ্য করে এবার শাকিব খান বললেন, আমি তাকে (বুবলী) বলব সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে আমার বিরুদ্ধে সে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেওয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না। সে ও তার পরিবার আমার ওপর যা ঘটিয়েছে সব খুলে বলতে সে যেন আমাকে বাধ্য না করে। আমি আবারও তাকে বলছি সন্তানের ভালোর দিকে তাকিয়ে সে যেন এসব নোংরামি বন্ধ করে।

তিনি আরও বলেন, আমার জীবদ্দশায় আমি তার (বুবলীর) ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।

উল্লেখ্য, সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্র জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। এরপর গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা।’

একই বছর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। বুবলী ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’

সে সময় শাকিব খানও বিষয়টি নিয়ে কথা বলেন ‘শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *