সর্বশেষ সংবাদ

ঈদে মুক্তির তালিকায় ৯ ছবি, হল মালিকদের আগ্রহ শাকিব খানে

এই ঈদে ছবি বেশি কিন্তু সিনেমা হল কম। ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় পড়েছেন চলচ্চিত্র নির্মাতারা। স্বল্পসংখ্যক সিনেমা হলে একটি ছবি মুক্তি দিয়ে লগ্নিকৃত টাকার সামান্যভাগও ঘরে তুলে আনতে পারবে না বলছেন নির্মাতা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন বলেন, বর্তমানে দেশে চালু আছে মাত্র ৪৫টির মতো সিনেমা হল। তাও এগুলো অনিয়মিতভাবে খুলে। কারণ পর্যাপ্ত পরিমাণে ছবি নেই। তাই আসন্ন ঈদে যদি বেশি ছবি মুক্তি পায় তাহলে সেগুলো কোথায় প্রদর্শন করা হবে। একটি ছবি কয়টি সিনেমা হল পাবে। স্বল্পসংখ্যক সিনেমা হল দিয়ে কী সামান্য অর্থও তুলে আনা যাবে। হয়তো ঈদে মৌসুমি সিনেমা হল হিসেবে আরও অর্ধশত সিনেমা হল খুলতে পারে। তাতে সবমিলিয়ে ঈদের সিনেমা হলের সংখ্যা একশতটির বেশি হবে না। এই অল্পসংখ্যক সিনেমা হলে বড়জোর দুটি ছবি মুক্তি পেতে পারে। এর বেশি ছবি হলে সব নির্মাতা আর্থিক ক্ষতির মুখে পড়বে।

ঈদের ছবি হিসেবে মুক্তি পেতে হবে জনপ্রিয় বাণিজ্যিক ছবি। ছোটখাটো স্বল্প বাজেটের নাটক ঘরানার ছবি মুক্তি দিতে চাইলে সেগুলো সিনেমা হল মালিকরা নিতে চাইবে না, কারণ উৎসবের ঈদে এ ধরনের ছবি দর্শক দেখতে চায় না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো সিনেমা হল বাড়াতে হলে পর্যাপ্ত পরিমাণে মানসম্মত ছবি সিনেমা হল মালিকদের দিতে হবে। নির্মাতারা এই চাহিদা দীর্ঘদিন ধরে পূরণ করতে পারছেন না বলেই সিনেমা হল মালিকরা লোকসান গুনে সিনেমা হল বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

সরকার সিনেমা হল নির্মাণ ও সংস্কারের জন্য হাজার কোটি টাকার ঋণ দিতে চাইছে। কিন্তু ছবি যদি না থাকে তাহলে এই ঋণ নিয়ে কীভাবে সিনেমা হল চালানো সম্ভব। ঋণের টাকা সুদসহ ফেরত দিতে না পারলে তো সিনেমা হল সরকার নিলামে তুলবে।

প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, পর্যাপ্ত সিনেমা হল না থাকায় ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে বিশাল একটি সংকট তৈরি হয়েছে। ঈদ উৎসবে যেসব ছবি দেখতে দর্শক পছন্দ করে তেমন ছবিই মুক্তি দেওয়া উচিত। তাহলে নির্মাতা ও সিনেমা হল মালিক উভয়েই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবে।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ঈদে আমার প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুটি ছবি মুক্তি পেতে পারে। তবে আমার ছবির ক্ষেত্রে সিনেমা হল সংকটকে আমি বড় করে দেখি না। কারণ মানের কারণে আগের মতোই আমার ছবি সিনেমা হল নেবে এবং দর্শক দেখবে। তবে প্রদর্শক এবং প্রযোজক উভয়ের আর্থিক মুনাফার স্বার্থে সিনেমা হল ও ছবির সংখ্যা বাড়ানো জরুরি।

জানা গেছে, এই ঈদে ছবি মুক্তির তালিকায় এখন পর্যন্ত নাম রয়েছে যেসব ছবির সেগুলো হলো- লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, পাপ, জ্বীন, প্রেমপ্রীতির বন্ধন, প্রহেলিকা, আদম, লাল শাড়ি, শত্রু প্রভৃতি।

সবগুলো সিনেমার মধ্যে আলোচনা তৈরি করেছে ঢাকাই ‘কিং খান’ শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’। এমনটাই জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

এর সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, হল মালিকদের শাকিবের ছবিতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সবসময় এটাই হয়ে থাকে। দর্শকরা তার উপর ভরসা রাখে। এ কারণে আমরা হল মালিকরা শাকিবের ছবিতে বেশি ভরসা পাই। ব্যবসা বেশি হয়।

নবীন নির্মাতা তপু খানের পরিচালনায় গেল সপ্তাহে ‘লিডার আমিই বাংলাদেশ’র টিজার প্রকাশিত হয়। সেই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় খোরাক জন্মায়, কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করে। তবে সবকিছু মিলিয়ে লিডার’ময় আলোচনা মুখর হয়ে ওঠে!

এবারই প্রথম সিনেমা বানালেন পরিচালক তপু খান। তিনি বলেন, সিনেমায় আমি একদম নতুন। কিন্তু অনেক অচেনা হল মালিক ফোন করে ‘লিডার’ চালাতে চাইছেন। টিজার প্রকাশের পর রাস্তাঘাটে দেখা হলে সাধারণ মানুষ অনেকেই তাদের আগ্রহের কথা জানাচ্ছেন। এতে আমি সত্যিই অভিভূত।

যেহেতু ঈদের সিনেমা, সঙ্গে আছেন শাকিব খান; তাই প্রচারণায় ঘাটতি অনুভব হচ্ছে কিনা জানতে চাইলে তপু খান বলেন, টিজার ছাড়ার দুদিন পরেই বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দেশের মানুষ এতে শোকে কাতর হন। এ কারণে বিবেকের তাড়নায় মানবিক দিক বিবেচনা করে আমরা তিনদিন প্রচারণা বন্ধ রাখি। আজ থেকে আবার শুরু করেছি। শিগগির লিডার’র এর র‍্যাপ গানটি মুক্তি দেব। অল্প সময়ে টিজার থেকে ভালো সাড়া পেয়েছি।

তিনি আরও বলেন, শুরু থেকে এত ইতিবাচক মন্তব্য দেখেছি যে দু’চারটি নেতিবাচক মন্তব্যে তাতে হারিয়ে যাচ্ছে। তবে গঠনমূলক লেখালিখি দেখছি।

ইতোমধ্যে ২০ হলে বুকিং সম্পন্ন হয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’র। পরিচালক বলেন, ২০ রোজার পর থেকে হল বাড়বে। বেশিরভাগ বন্ধ থাকা হল খুলবে লিডার দিয়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনেক হল নতুন করে সাজানো হচ্ছে। পরিবেশনা থেকে জেনেছি, ঈদে লিডার সর্বোচ্চ সংখ্যক হল পাবে।

”যেহেতু ঈদ উৎসব তাই আমার চাওয়া সব সিনেমা দর্শক দেখুক। তাহলে ইন্ডাস্ট্রির লাভ হবে। আমার ‘লিডার’ বেশি দর্শকদের কাছে পৌঁছে যাক।”

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত