জায়েদ খান যতটা না নায়ক হিসেবে আলোচিত তার চেয়ে বেশি শিল্পী সমিতির নেতা হিসেবে। শেষ নির্বাচনে ভোটে জিতেও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করতে পারেননি তিনি। এসব নিয়ে মাঝে মাঝেই গণমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি।
এর বাইরে ব্যক্তি জীবন নিয়েও একটি প্রশ্নের সম্মুখীন তাকে নিয়মিত হতে হয়। সেটি হলো জায়েদ খান বিয়ে করছেন কবে। সম্প্রতি ফের এ প্রশ্নের সামনে পড়তে হয়েছে তাকে। এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘এটা আমি চাইলেই তো হবে না। কপালে যেদিন লেখা আছে সেদিন হবে।’
তিনি আরও বলেন, ‘হিরোদের মধ্যে আমি এখন একমাত্র ব্যাচেলর। মেয়েরা আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে বিয়ে করতে চায়।’
দেশের কোনো নায়ককে অনুসরণ করেন কিনা জানতে চাইলে এ নায়ক বলেন, ‘কোনো নায়কের সঙ্গে আমার মিল আছে তা আমি জানি না। দেশের কোনো নায়ককে আমি পছন্দ করিনা। তবে সালমান খানকে আমি অনুসরণ করি। তাকে আমার ভাল লাগে।’
সালমান প্রসঙ্গে জায়েদ বলেন, ‘বিশেষ করে তার জীবনযাত্রাটা আমার কাছে ভালো লাগে। তার (সালমান) মানুষকে হেল্প করার মন মানসিকতা এটা আমাকে উৎসাহিত করে।শুধু তাই নয়. তার ইনকামের একটা অংশ অটিস্টিক বাচ্চাদের জন্য দেওয়া। এটা খুবই ভালো লাগে। তার ড্রেসআপ আমার পছন্দ। দেশের কোনো নায়ককে অনুসরণ করার জন্য আমার মন টানে না।’