সর্বশেষ সংবাদ

আমার প্রচণ্ড ভালোবাসা দরকার: মাহিয়া মাহি

সম্প্রতি মা হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

ছেলেকে নিয়ে বর্তমানে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন। এর মধ্যে গত সোমবার মাহি তার ছেলের নাম জানান সবাইকে। তার একমাত্র ছেলের নাম মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে- এই সমস্ত জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’

মাহি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না। ’

তিনি আরও লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত