সর্বশেষ সংবাদ

প্রথম আলোর নিবন্ধন বাতিল চান রিয়াজ, তারিন ও সুইটি

দৈনিক প্রথম আলোর নিবন্ধন বাতিল চেয়ে রাজধানীতে একটি মানববন্ধনে অংশ নিয়েছেন সাংস্কৃতিক গোষ্ঠী, জোট ও সংগঠনের নেতা-কর্মীরা। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের শাস্তিও দাবি করেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার দুপুরে ‘স্বাধীনতা-সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বিনোদন জগতের অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন সাতবারের মেরিল-প্রথম আলো পুরস্কার জয়ী চিত্রনায়ক রিয়াজ, তিন বার এই পুরস্কার পাওয়া অভিনেত্রী তারিন আহমেদ ও অভিনেত্রী তানভিন সুইটিসহ আরও বেশ কয়েকজন।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর করা ‘মাছ মাংস আর চালের স্বাধীনতা’ শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ওই প্রতিবেদনে দেশের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়।

প্রতিবেদনটি নিয়ে এরই মধ্যে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। গ্রেপ্তার হয়ে পাঁচদিন কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পেয়েছেন এর প্রতিবেদন শামসুজ্জামান শামস। জামিনে আছেন আরেক আসামি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

ওই ঘটনায় প্রথম আলোর শাস্তি চেয়ে এর আগে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবারের মানববন্ধনের দাবির সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতাজ্জামান।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত