একদিন ছোট ছেলে শাফায়াতের একটা মন্তব্য বেগম আমাকে জানালো। নেটের কল্যানে হোক কিংবা বাবার অবস্থানের কারনেই হোক তথাকথিত সেলিব্রিটি লাইফ সম্বন্ধে সে ভালই জ্ঞান রাখে। তার মাকে অবজার্ভেশন দিয়েছে আমার সেলিব্রিটি লাইফটা হিসাবের সাথে নাকি মিলেনা।
তেইশ বছর বয়সী রুদ্র এখন ছোট ছেলে না, পরিপূর্ণ এক স্মার্ট যুবক। যে জীবন হওয়া উচিত ছিল জৌলুসপূর্নতায় ভরপুর সে জীবনে মামলা জেল এতো হ্যারাসমেন্ট কেন! কেন তার বাবা স্বাধীনভাবে গাইতে পারেনা, ঘুরতে পারেনা, কথা বলতে পারেনা! কোথাও ঠেকে গেলে মুচকী হাসিই আমাকে বাঁচিয়ে দেয়, সব প্রশ্নের উত্তর সেখানেই।
কিছু ফুটফুটে সুন্দর বাচ্চা ফেসবুকার আর ইউটিউবারদের দৌরাত্মে এখন জনজীবন অতিষ্ঠ। একদিন দেখি আমার সম্পদের তালিকা প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফটও সংযুক্ত আছে!
শুভাকাঙ্খী ভাই বন্ধুরা আমার ২০০৬ মডেলের গাড়ি নিয়ে বিরক্ত, তারমধ্যে ভাড়া বাসায় থাকা নিয়েও কথা তোলে মাঝে মাঝে। নির্লিপ্ত থেকেই উত্তর দিয়ে বলি ভাই – গাড়ীটাও চলে, বাসায়ই ঘুমাই, আমার কোন সমস্যা হচ্ছেনা। নিজের মনের প্রাচূর্যে ভেসে যাই প্রতি মিলি সেকেন্ড। এই যে পৃথিবীতে যুগে যুগে এতো সেলিব্রিটি এসেছে, তাদের পরিবারের খোঁজ কেউ রাখে!
আমার মেয়ে ছেলেদের নাম কোটি কোটি মানুষ জানে, তাদেরকে ভালবাসে দোয়া করে। এই সম্পদ আর কারো কাছে নাই। দেশে বিদেশে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার পরিবার মানুষের কাছে উদাত্ত ভালবাসা পায়, আর কি চাই। সুখী মানুষের জামা লাগেনা, আমারও নেই। যতটুকু আল্লাহ দিয়েছেন সেটাইতো শেষ হবেনা একজীবনে। অনেক বেকার লোক শিল্পীদের শেষ জীবনে দূস্থ্যতার উদাহরন টেনে দাঁত কেলায়, বলি কি – নিজের প্রতি যত্ন নিন। আমার পরিবারের মূল সম্পদ সঠিক শিক্ষা, শিক্ষা থাকলে সূর্যের মুখও নিজের দিকে ঘুরিয়ে রাখা সম্ভব।
মহাত্মা গান্ধীর অমর বানী- Simple living high Thinking… সারা জীবনের এক অনন্য শিক্ষা। আমার পরিধেয় কাপড়চোপড় চলাফেরা কথা বলা নিয়ে কিছু মানুষের চোখ ট্যারা হয়, কাছের কেউ এসব নিয়ে প্রশ্নও করে ফেলে। যথারীতি মুচকী হাসি আমাকে বাঁচিয়ে দেয়, বলি আমি খলিফা ওমরের লোক।
নিজের অর্থমন্ত্রীর কাছে ঋণ চাওয়ার আগে পরিশোধের জন্য যথেষ্ট হায়াত আছে কিনা সেটা জানিনা, এর চেয়ে সাধারন জীবন যাপন করাই উত্তম। আল্লাহ সুস্থ্য রেখেছেন, এখনো কর্মক্ষম আছি- এর চেয়ে বড় নেয়ামত আর হতেই পারেনা। জীবনে চাওয়া ছিল যতটুকু তারচেয়ে প্রাপ্তি আরো অনেক বেশী, আলহামদুলিল্লাহ্। যে জীবনে আনন্দ আছে লক্ষ্য আছে সেটাই সেলিব্রিটি জীবন, এবং সেই জীবনটাই আমার গর্বিত অর্জন।
লেখক: কণ্ঠশিল্পী আসিফ