স্পোর্টস আপডেট ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত ফুটবল তারকাদের তালিকাটা শুধু লম্বাই হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, জ্লাতান ইব্রাহিমোভিচ, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, পাওলো দিবালাদের নামের পাশে যোগ হলো উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের নামও।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন আজ সুয়ারেজের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে খেলা উরুগুয়ের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে করানো পরীক্ষায় সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও দলের একজন একজন কর্মকর্তা।
করোনায় আক্রান্ত হলেও এই তিন সদস্যের মাঝে কোনও উপসর্গ নেই। সবাই ভালো আছেন ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে চলছেন।
মূলত দলের আরেক ডিফেন্ডার মাতিয়াস ভিনা করোনা পজিটিভ হওয়াতেই এই পরীক্ষা করিয়েছিল উরুগুয়ে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা এই ডিফেন্ডার আগের দিন করোনা পজিটিভ হন।
সুয়ারেজ ছিটকে যাওয়ায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচেই তাকে পাওয়া যাচ্ছে না। ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লোকোমোটিভ মস্কো-আতলেতিকোর ম্যাচটিও মিস করতে যাচ্ছেন তিনি। এর পর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও তার খেলা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।
অথচ সেপ্টেম্বরে বার্সা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেজ ক্লাবটির অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই মৌসুমে। আতলেতিকোর হয়ে গোল করেছেন ৫টি। এছাড়া চলমান মৌসুমে লা লিগায় একমাত্র অপরাজেয় দলটিও আতলেতিকো! এমন ধারাবাহিকতা নিয়েই তারা মুখোমুখি হতে যাচ্ছে বার্সার।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল মাসে করোনার দাপট যখন চরমে তখন বিশ্বের বেশির ভাগ দেশ সবরকম খেলাধুলো বন্ধ করে দেয়। গত কয়েক মাসে খেলার মাঠ চাঙা হলেও এখন ইউরোপ-সহ বেশ কিছু অঞ্চলে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তাতেই আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা খেলোয়াড়।