মোটা হলে মানুষ ভাবে আমি গর্ভবতী: নার্গিস ফাখরি
রকস্টার সিনেমা খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরি পরবর্তীতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতা পাননি। তবে একজন মডেল হিসেবে বেশ চাহিদা ছিল তার। ২০০৪ সালে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু। নার্গিস সেখানে সফলতাও পান। আমেরিকার নেক্সট সুপার মডেল হিসেবে মাত্র ১৬ বছর বয়সেই মনোনীত হন তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। নিয়মিত ছবি পোস্ট করেন। ভক্তদের প্রশংসা পেলেও প্রায় সময়ই নিন্দুকের…