
৭ বছর পর এক হলেন অপূর্ব ও তারিন
অনুভবে অনুতাপ, মন জানালা, কোল, অন্ধকারের কাব্য, এসো হাত ধরো, নির্ঝরিণী, অবশেষে তুমিসহ অসংখ্য নাটকে দেখা গিয়েছিল এক সময়ের নন্দিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহানকে। এরপর অনেকটা বছর পেরিয়ে গেলেও তাদেরকে আর পর্দায় দেখা যায়নি। দীর্ঘ ৭ বছর পর এবার পর্দায় ফিরছে সেই জুটি। আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘প্রিয় পরিবার’।…