সর্বশেষ সংবাদ

৭ বছর পর এক হলেন অপূর্ব ও তারিন

অনুভবে অনুতাপ, মন জানালা, কোল, অন্ধকারের কাব্য, এসো হাত ধরো, নির্ঝরিণী, অবশেষে তুমিসহ অসংখ্য নাটকে দেখা গিয়েছিল এক সময়ের নন্দিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহানকে। এরপর অনেকটা বছর পেরিয়ে গেলেও তাদেরকে আর পর্দায় দেখা যায়নি। দীর্ঘ ৭ বছর পর এবার পর্দায় ফিরছে সেই জুটি।

আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘প্রিয় পরিবার’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন রুবেল হাসান।

এর আগে সর্বশেষ ২০১৬ সালে তারা অভিনয় করেছিলেন ‘সানফ্লাওয়ার’ নাটকে।

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘যাদের কাছে আমার অভিনয় শেখা, তাদের মধ্যে অন্যতম তারিন আপু। একজন অসাধারণ অভিনেত্রী তিনি। তার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে, এখনো শিখি। এখনো সেটে কোনো শট দিয়ে জিজ্ঞেস করি, শটটা ঠিক হয়েছে কি না!’

‘আগেও কাজের অভিজ্ঞতা ভালো ছিল। এত বছর পর তার মতো সহশিল্পীর সঙ্গে কাজ করছি, এটা আমার সৌভাগ্য। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই অসাধারণ,’ বলেন অপূর্ব।

‘প্রিয় পরিবার’ একটি পারিবারিক নাটক। অপূর্ব ও তারিন এই নাটকে অভিনয় করেছেন বাবা-মায়ের চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সাদ নাওভি, মাখনুন সুলতানা মাহিমা।

আরও পড়ুন

রণবীরের প্রতি আমার আকর্ষণ রয়েছে: দীঘি

বলিউড তারকা রণবীর কাপুরের অন্ধ ভক্ত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুধু তাই না, ভারতের এই অভিনেতাকে মনে মনে বিয়ে করেছেন- বছরখানেক আগে...

ব্লাউজের মাপ আমাদেরই ঠিক করতে হবে: স্বস্তিকা মুখার্জি

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্বাধীনচেতা ও ঠোঁটকাটা স্বভাবের মানুষ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। কখন কী করবেন, কী...

সেরা পঠিত