সহকারী পরিচালক থেকে পরিচালক, পরবর্তীতে হয়ে গেলেন অভিনেতা। ভিন্নধর্মী অভিনয় দিয়ে জয় করলেন হাজারো ভক্তের মন। তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
যিনি ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে রাতারাতি এই নামে পরিচিত হয়ে ওঠেন। এই নামেই অধিকাংশ নাট্যপ্রেমীরা তাকে চেনেন।
দেশব্যাপী পলাশ বা কাবিলার ভক্তের শেষ নেই। এবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক ভক্ত পলাশকে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন।
ওই ভক্ত বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর প্রিয় চরিত্রটি তাঁর চোখের সামনে উপস্থিত। কান্নার বানে মোবাইলে ছবিও তুলতে পারছিলেন না তিনি। কাবিলা বা পলাশও ভক্তকে যথার্থ গুরুত্ব দিয়েছেন। বুকে টেনে নিয়েছেন। ভক্ত আবেগতাড়িত হয়ে পলাশের পা ছুঁয়ে পায়ের ধুলি নিতে চাইছিলেন, পলাশ সেটা করতে দেননি। ভক্তকে পায়ে নয় জায়গা দিলেন বুকে।
কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটির চতুর্থ সিজন চলছে। এই নাটকে জিয়াউল হক পলাশ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, মিশু সাব্বির চাষী আলম, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, সাবিলা নূর, শিমুল শর্মা, পাভেল, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, লামিমা লাম, আশুতোষ সুজনসহ অনেকেই।