মৌসুমীর সঙ্গে ছবি দিয়ে যা বললেন পূর্ণিমা

অভিনয়জীবনের দুই যুগ পার করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ (৩ নভেম্বর) তার জন্মদিন। বছরের অন্যান্য দিনের চেয়ে বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই একটু অন্যরকম হয়ে থাকে। কারণ এই দিনটি ঘিরে নানা আয়োজন থাকে।

বিশেষত পরিবারের পক্ষ থেকে, ফ্যান ক্লাবের পক্ষ থেকে এবং সর্বোপরি সামাজিকমাধ্যমে শুভেচ্ছা বাণী ও ভালোবাসায় সিক্ত হন মৌসুমী। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।

তিনি মন্তব্য করে বসলেন-‘বাংলাদেশের একমাত্র প্রিয়দর্শিনী মৌসুমী।’ পুর্ণিমার মতে দেশে মৌসুমী ছাড়া আর কোনো প্রিয়দর্শিনী নেই।

দীর্ঘদিন পর বৃহস্পতিবার (০৩ নভেম্বর) নিজের ফেসবুকে পেজে মৌসুমীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে এই মন্তব্য করেন পূর্ণিমা।

তিনি লিখেন ‘জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা মৌসুমি আপু। শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় মানুষ প্রিয় মুখ। বাংলাদেশ এর একমাত্র প্রিয়দর্শিনী।’

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন মিষ্টি চেহারার নায়িকা মৌসুমী। ওই ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল তাদের দুজনেরই অভিষেক ছবি। প্রথম ছবিতেই পরিচালক-প্রযোজক ও দর্শকের নজর কাড়েন মৌসুমী।

তার আগে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

‘অন্তরে অন্তরে’ ছবির অভিনয়ের পর ওমর সানীর সঙ্গে সম্পর্কে জড়ান। পরে ১৯৯৫ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন। তাদের রয়েছে এক ছেলে ফারদিন ও এক মেয়ে ফাইজাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *