প্রেম অনেক সুন্দর, যদি ঠিকমতো করতে পারেন: মৌসুমী হামিদ

সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার- ২০১০’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শোবিজ অঙ্গনে তার শুরু। হয়েছিলেন রানার্সআপ, এরপর থেকে মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন তিনি। এরপর তিনি সিনেমা জগতেও যাত্রা শুরু করেন।

এখনো বিয়ে না করলেও মৌসুমী হামিদ প্রেম করছেন, তবে সেটা নিয়ে খোলাখুলি মন্তব্য করতে নারাজ। প্রেম নিয়ে তার বক্তব্য, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কি না।’

তার ব্যাখ্যা, ‘প্রেম অনেক সুন্দর, যদি ঠিকমতো করতে পারেন। কিন্তু আমরা তো আসলে প্রেম করতেই পারি না। প্রেমে থাকার কিছু সময় পর আমরা একজন আরেকজনের ওপর বিরক্ত হয়ে যাই। প্রেমটাকে তো পরিচর্যা করতে হবে।

কিন্তু আমরা অলস, পরিচর্যা করতে চাই না; অন্য অপশনের খোঁজে চলে যাই। ভালোবাসার ওপর অবশ্যই নির্ভর করতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমরা অল্পতেই প্রেমের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। আস্থা থাকে না। এটা ঠিক নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *