আমরা দুজনেই সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি: রাজ

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এই দম্পতি। পাশাপাশি অনাগত সন্তানের জন্য কেনাকাটা করেও ঘরভর্তি করছেন।

গত ২ আগস্ট বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানে দেখা যায়, অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে পুরো রুম ভরিয়ে ফেলেছেন রাজ-পরী। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তার আসার আয়োজন।’

পরদিন (৩ আগস্ট) রাজের সঙ্গে ফের শপিংয়ে যান পরী। সেখানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়। আর একটু শপিং।’

তারকা দম্পতির অনাগত সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়িকার স্বামী অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘সত্যি বলতে, কিসের ভিওিতে এমন খবর ছড়িয়েছে, তা আমার জানা নেই। পুত্র সন্তান নিয়ে আমি এবং পরীমণি এখনও নিশ্চিত নই। দুজনই শেষ মুহূর্তের সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমণি। এই সিনেমায় কাজ করতে গিয়েই পরিচয় হয় তাদের। আর পরিচয় হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা।

গত বছরের ১৭ অক্টোবর তারা গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, একটি সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

এদিকে পরীমণির মা হওয়ার প্রাক্কালে তার জন্য অনেকেই উপহার ও খাবার নিয়ে আসছেন। গত কয়েকদিনে তার জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে এসেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী। দু’জনকেই ‘মা’ বলে সম্বোধন করেন নায়িকা। তারও আগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা উপহার পাঠিয়েছেন পরীর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *