মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে: শাকিব খান

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে গেছে। এমনকি ৪০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়েছেন। এমন পরিস্থিতিতে দুর্বিষহ জীবন কাটছে সিলেট অঞ্চলের মানুষের।

সিলেটে বানভাসি মানুষের উদ্ধার কাজে ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠনও কাজ করছেন বানভাসিদের জন্য। আর এবার নিজের সামর্থ্য অনুযায়ী সিলেট অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বানভাসিদের পাশে থাকার কথা জানিয়ে তাদের সহযোগিতায় অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শাকিব খান।

বন্যাকবলিত এলাকার একটা ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।

শাকিব আরও লিখেন, সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।

বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন skhumanity1@gmail.com।’

সবার প্রতি আহ্বান জানিয়ে শাকিব খান আরও লিখেছেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান – আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *