নজর২৪, ঢাকা- রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় তাজমহল টাওয়ারে অভিযান চালিয়ে তাকওয়া এন্টারপ্রাইজের প্রায় সাড়ে ৩ কোটি টাকার নকল বিদেশি কসমেটিকস জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিকসহ ৫ জনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি কসমেটিকস পণ্য জব্দ করে র্যাব।
বিএসটিআই র্যাব-১০ এর সদস্যদের সহায়তায় অভিযানের নেতৃত্বদেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। আজকের অভিযান বিএসটিআই এবং র্যাবের সমন্বয়ে পরিচালিত হয়।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের মাঝে সৌন্দর্য বর্ধন বেড়েছে। ফলে মানুষের চাহিদাকে কাজে লাগিয়ে নকল কসমেটিকস দিয়ে বাজার সয়লাব হয়ে গিয়েছে। আমরা দেখছি ৩ ক্যাটাগরিতে তারা নকল করে থাকে, চায়না থেকে শুধু প্রোডাক্টের খালি বোতল আমদানি করে, নিজেরাই বিভিন্ন কোম্পানির নামে প্রোডাক্ট এবং বোতল বানায়। এছাড়া তারা বাজার থেকে ব্যবহৃত পণ্যের খালি বোতল কিনে এনে ওয়াশ করে নকল পণ্য রিফিল করে বিক্রি করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আজকে যে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে সেখান থেকে চীন থেকে তারা বোতল কিনে পরে স্থানীয়ভাবে নকল পণ্য রিফিল করে বাজারজাত করে। এখানে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। জনসন শ্যাম্পু, জনসন পাউডার, ত্বক ফর্সাকারী ক্রিম, লোশন ইত্যাদি পণ্য তৈরি করছে। এই পণ্যগুলোর ব্যবহারের মাধ্যমে শরীরের নানা রকম সমস্যা ও ক্যানসার পর্যন্ত হতে পারে।
অভিযানে মালিকসহ মোট ৫ জনকে আটক করা হয়। তাদেরকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার সমমূল্যের পণ্য জব্দ করা হয়। তাদের ৪টি দোকান এবং তিনটি শো-রুম সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান সারোয়ার আলম।