নজর২৪ ডেস্ক- জনসমর্থন হারিয়ে মির্জা ফখরুল আবোল-তাবোল কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮ নং ওয়ার্ড ইউনিট সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন ও আচরণ একসাথে মিললেই আগামীতেও সরকার ক্ষমতায় বসবে।
যারা নৌকায় ভোট দেয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেয়, তারা কখনও-ই আওয়ামী লীগের বন্ধু হতে পারে না বলেও জানান তিনি।