শাকিবহীন পথচলা প্রসঙ্গে যা বললেন নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক- সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে পা রেখেছেন শবনম বুবলী। তাদের জুটির বেশ কিছু সিনেমা জমিয়ে ব্যবসা করেছে। খুব একটা প্রশংসা না পেলেও টাকার হিসাবে তাদের সফল তো বলাই যায়। দুজনের ব্যক্তিগত সম্পর্কটাও নানা গুজব-গুঞ্জনে জমে ক্ষীর।

 

চারদিকে যখন সেই সম্পর্ক নিয়ে মুখরোচক সব কথা, তখনই বুবলী শাকিবের বলয়ের বাইরে গিয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন। তিনি কাজ করছেন বেশ কয়েকজন নায়কের সঙ্গে।

 

সম্প্রতি সিলেটে ‘কয়লা’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। এটি পরিচালনা করছেন আব্বাস খ্যাত পরিচালক সাইফ চন্দন। সিনেমাটিতে বুবলীর বিপরীতে দেখা যাচ্ছে চিত্রনায়ক নিরবকে।

 

শাকিব খানের সঙ্গে ক্যারিয়ার শুরু করলেও এখন শাকিবহীন অন্য নায়কদের সঙ্গে জুটি হচ্ছেন বুবলী। কঠিন হচ্ছে কি বিষয়টা? জানতে চাইলে নায়িকার জবাব, ‘শিল্পী হিসেবে সবার সঙ্গেই অভিনয় করা উচিত।’

 

তিনি বলেন, ‘শাকিব খান দেশের সুপারস্টার। সবচেয়ে জনপ্রিয় নায়ক তিনি। সবাই চাইবেন, শুরুটা যেন তার সঙ্গে হয়। আমার হয়েছে। এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া। প্রতিষ্ঠিত নায়কের সঙ্গে এসেছিলাম বলে আমার দিকে মানুষের দৃষ্টি ছিল বেশি। শীর্ষ নায়কের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারব কিনা, এ নিয়ে আমার একটা চাপও ছিল। আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা করেছি।’

 

বুবলী বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, ভালো বাজেট, ভালো গল্প হলে অন্য নায়কদের বিপরীতেও কাজ করব। সেটা যখন পেয়েছি, তখন করেছি। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই অভিনয় করা উচিত। কোনো নায়কের সঙ্গেই অভিনয়ে আপত্তি নেই। যে জন্য সবার সঙ্গে কাজ করছি। এটা কঠিন বা সহজের বিষয় না; বিষয় হচ্ছে ভালো কাজের।’

 

৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বসছে ঢালিউডে অ্যাওয়ার্ডের আসর। ওই অনুষ্ঠানে অংশ নিতে উড়াল দিচ্ছেন বুবলী। এদিকে নায়ক শাকিব খানও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে দেখা হবে?

 

এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘যতদূর জানি, চ্যানেল আইয়ের একটি অ্যাওয়ার্ডে অংশ নিতেই তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। পরে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে সেখানে থাকার সময় বাড়িয়েছেন। যেহেতু আমরা একই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নিতে যাব, দেখা হওয়াটা স্বাভাবিক। বাংলাদেশ থেকে ওই অনুষ্ঠানে আরও অনেক তারকা অংশ নিচ্ছেন। আশা করি, সবার সঙ্গেই দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *