বিনোদন ডেস্ক- দীর্ঘ ৭ বছরের জার্নি। নানা টানাপোড়েন শেষে সিনেমাটি শেষ হয় এবং সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা এটি দেখে সন্তুষ্ট নন। তাই সিনেমাটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বলছি তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম সিনেমা ‘প্রেম কাহন’-এর কথা। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি। তখন এর নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়িকা সিমলা এবং কিশোর অভিনেতা মামুন। সম্প্রতি এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দেখেছে এবং মুক্তির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু কী কারণে নিষিদ্ধ হচ্ছে ‘প্রেম কাহন’? জানা গেছে, এই সিনেমার কিছু বিষয় নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। এর গল্পে লাশের সঙ্গে যৌ ন সম্পর্ক রয়েছে, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম, এবং মাত্রাতিরিক্ত গালা গালি রয়েছে। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয় বলে মনে করেন সেন্সর বোর্ডের সদস্যরা। তাই নিষিদ্ধের সিদ্ধান্ত।
সিনেমার গল্পের কারণে সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রুবেল আনুশ।
তিনি বলেন, ‘সিনেমাটি তিনটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। আর এই তিনটি গল্পই বাদ দিতে বলা হয়েছে। যদিও অফিসিয়ালি এখনও চিঠি পাইনি। তবে আন-অফিসিয়ালি আমি বিষয়টি জানতে পেরেছি।’
কী এমন গল্প যে সেন্সর আটকে দিলো? জানতে চাইলে নির্মাতা বলেন, ‘অসম প্রেম দেখানো হয়েছে, ডোম লাশের সঙ্গে সে ক্স করছে এবং হিন্দু-মুসলিম প্রেমের একটি গল্প আছে। যদিও সিনেমায় অ্যা ডা ল্ট দৃশ্য নেই। গালি ছিল সেগুলো মিউট করে দিয়েছি। তারপরও তারা আপত্তি তুলেছেন।’
‘অনেকে আপিল করার কথা বলছেন। কিন্তু আমি আপিল করবো না। কারণ তারা যে কারেকশন দেবে তাতে গল্প আর গল্প থাকবে না। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে এখন ওটিটি প্লাটফর্মে মুক্তি দেব।’ বলেন রুবেল।
সিনেমাটি নির্মাণে অনেক কাঠখর পোড়াতে হয়েছে এই স্বপ্নবাজ নির্মাতাকে। সমাজের লুকিয়ে থাকা গল্প সামনে আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই গল্পই এখন তার স্বপ্নের সিনেমা নির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আক্ষেপ করে রুবেল আনুশ বলেন, ‘আমি প্রযোজক মেনটেইন করতে পারি না। প্রযোজকদের তেল দিতে পারি না। প্রথমে একজন প্রযোজক নিয়ে সিনেমাটির কাজ শুরু করি। কিছুদিন যেতেই তিনি অনৈতিক প্রস্তাব দেন। আমি আপত্তি জানালে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর নিজেই সিনেমাটি প্রযোজনা শুরু করি। এক পর্যায়ে বাবার সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এতেও শেষ করতে পারিনি। এই সিনেমাকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এক পর্যায়ে টাকা ধার করে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করেছি।’
‘প্রেম কাহন’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।