৭১ টিভি বয়কটের ঘোষণা দিলেন ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি বয়কটের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। নিউজ চ্যানেলটির বিরুদ্ধে পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করার অভিযোগ তুলে তিনি এ ঘোষণা দেন।

 

সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ভিপি নুর বলেন, একাত্তর টিভি তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য বার বার ফোন দিয়েছিলো। আমি সরাসরিই বলে দিয়েছি, বিভিন্ন সময়ে ৭১ টিভির পক্ষপাতমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই। সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের বলবো সকল ধরণের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন।

 

স্ট্যাটাসে ভিপি নুর আরো বলেন, ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করেন এগুলো কি সাংবাদিকতা বা গণমাধ্যমের নীতিমালায় পড়ে? এগুলো কোন গণমাধ্যমের কাজ?

 

এছাড়া নুর ৭১ টিভির ফেসবুক পেইজ আনলাইক এবং ইউটিউব চ্যানেল আন-সাবস্ক্রাইব করে দিয়েছেন। সে সাথে আজ থেকে একাত্তর টিভি দেখবেন না বলেও অন্য আরেক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *