নজর২৪ ডেস্ক- দেশে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে ছাত্রলীগ। সংগঠনটি শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ পালন করেছে। এ সময় নেতারা দাবি করেন, দেশে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, আসল ঘটনা আড়াল করতেই বারবার ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “সারা দেশে ধর্ষণের মহাযজ্ঞ শুরু হয়েছে। মানুষের মাঝ থেকে নীতি-নৈতিকতা উঠে গেছে। সারা দেশে ধর্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে, বিচার হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের বিচার হচ্ছে না। নুরু গংরা ধর্ষণের ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ধর্ষণবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায়। সরকার নিয়ে কেন আপনাদের এত সমস্যা? সবাইকেই তো গ্রেপ্তার করা হয়েছে। শুধু নুরু গংরাই গ্রেপ্তার হয়নি।
“তারা ধর্ষকদের শ্রেণিভুক্ত করতে চায়। দর্শকের তো কোনো দল নাই। কেন কিছু হলেই ছাত্রলীগের প্রতি অভিযোগ আসে? নুর-মামুন কি ছাত্রলীগ করে? সাভারের ঘটনার হত্যাকারীরা কি ছাত্রলীগ করে? ফেনীতে এক নারীকে বিবস্ত্র করে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, তারা কি ছাত্রলীগ করে? তাহলে কেন ছাত্রলীগের প্রতি আপনাদের টার্গেট? বাংলাদেশ ছাত্রলীগ ধর্ষকের পক্ষে অবস্থান করেনি। বাংলাদেশ ছাত্রলীগ গলা উঁচু করে আমাদের বোন ফাতেমার পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।”
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।