নজর২৪, দিনাজপুর- বৃষ্টির পানির তোড়ে ঘরের মাটির দেয়াল ভেঙে চাপা পড়ে দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, স্বামী স্বপন (২৯), স্ত্রী সারজানা (২৫), ছেলে হাসান (৯) ও হুসেন (৫)।
এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত দেড়টায় জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপি’র ঝাউপাড়া গ্রামে। এ সময় নিহত ওই পরিবারের সকলে ঘুমন্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান।
আজ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি জানান। এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া বয়ে এনেছে।