অ্যাটর্নি জেনারেলের অবস্থার অবনতি, দেশবাসীর কাছে দোয়া কামনা

নজর২৪, ঢাকা- প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

 

হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত অ্যাডভোকেট মাসুদ মিয়া জানান, শুক্রবার ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

গত ৪ সেপ্টেম্বর সকালে জ্বর শুরু হয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওইদিনই অ্যাটর্নি জেনারেল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *