এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন নাবিলা

একেবারে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিলো টিম ‘তুফান’। সব জল্পনা-কল্পনা উড়িয়ে চমকে দিলেন ‘আয়নাবাজি’র নাবিলা। হুম, চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার তিনি শাকিব খানের নায়িকা হয়ে ধরা দিচ্ছেন পর্দায়।

সোমবার (১১ মার্চ) সকালে খবরটি নিশ্চিত করেন নাবিলাসহ ‘তুফান’ কর্তৃপক্ষ।

অথচ গত ক’মাস ধরেই তুমুল জল্পনা চলছিলো শাকিবের নায়িকা নিয়ে। যার মধ্যে ছিলেন কলকাতার মিমি চক্রবর্তীও। মিমি’র সন্দেহটা মিলেছে বটে। সিনেমায় শাকিবের দুই নায়িকার মধ্যে থাকছেন ঢাকার নাবিলার সঙ্গে কলকাতার মিমিও।

রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়। তবে তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম।

এদিকে কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী। বাংলাদেশে কাজ করতে পারাটা তার কাছে সবসময় আনন্দের বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। তিনি বলেন, ‘দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।‘

অন্যদিকে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন ‘তুফান’ দিয়ে।

এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শ্যুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা স্বার্থক।’

এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *